সর্বশেষঃ

লালমোহনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ১৩ জেলের সাজা

ভোলার লালমোহনে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করায় ১৩ জেলেকে আটক করেছে কোষ্টগার্ড। ২০ মার্চ শুক্রবার আটককৃত ১৩ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছর করে সাজা প্রদান করা হয়েছে।

কোষ্টগার্ড লালমোহন কন্টিনজেন্টের সি.সি কামরুল মোল্লা সাংবাদিকদের জানান, শুক্রবার সকালে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৮ জন ও বৃহস্পতিবার ৫ জন জেলেকে আটক করা হয়। পরে এদেরকে নির্বাহি ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি সাজা প্রদান করেন। এসব জেলের বাড়ি ধলিগৌরনগর ও চাচড়া ইউনিয়নে বলে জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।