তজুমদ্দিনে হোম কোয়ারেন্টাইনে না থাকায় একজনকে ৫ হাজার টাকা জরিমানা
ভোলার তজুমদ্দিনে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করায় এক বিদেশ ফেরতকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা শম্ভুপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত আঃ শাহিনের ছেলে মোঃ মফিজ (৪৫) হোম কায়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করে প্রকাশ্য ঘোরাফেরা করায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশারাফুল ইসলাম এ জরিমানা প্রদান করেন। মফিজ সম্প্রতি ওমান থেকে দেশে আসে। এদিকে খাসের হাট বাজারে দোকানের সামনে বিভিন্ন মালামাল রেখে জন চলাচলে বাধা সৃষ্টি করায় মোঃ হেলালের ও সবুজ দুই ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন। ছবি-৬।