চীনের উহান শহরে করানোভাইরাসে আক্রান্তের সংখ্যা শূন্যে
নভেল করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে করানোভাইরাসে আক্রান্তের সংখ্যা শূন্যে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় চীনের অভ্যন্তরে থাকা কেউ আক্রান্ত হননি। চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (১৯ মার্চ) এ খবর জানিয়েছে ডেইলি মেইল।
চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জানুয়ারি থেকে হিসাব রাখা শুরু করার পর থেকে এই প্রথম ২৪ ঘণ্টায় চীনের অভ্যন্তরে থাকা কোনো নাগরিক আক্রান্ত হননি। গত ২৪ ঘণ্টায় চীনে ৩৪ জন কোভিড-১৯ এ আক্রান্তকে শণাক্ত করা হয়েছে। তাদের সবাই বিদেশ থেকে চীনে এসেছেন।
এর আগে, চীনের মূল ভূখন্ডে ৮০ হাজার ৯২৮ জন কোভিড-১৯ আক্রান্তকে শণাক্ত করেছে কর্তৃপক্ষ। এই রোগে মৃত্যু হয়েছে তিন হাজার ২৪৫ জনের। হুবেই প্রদেশের উহান শহরে গত ডিসেম্বরের শেষে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত করা হয়।
ওই শহরের একটি সি ফুড মার্কেট থেকেই ভাইরাসটি প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমিত হয় বলে ধারণা করা হচ্ছে। নিউমোনিয়ার মত লক্ষণ নিয়ে নতুন এ রোগ ছড়াতে দেখে চীনা কর্তৃপক্ষ সে সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে।