সর্বশেষঃ

করোনা ভাইরাস প্রতিরোধে লালমোহনে এমপি শাওন এর সংবাদ সম্মেলন

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেন করোনা ভাইরাস প্রতিরোধে “আতংক নয়, সচেতন হোন”। করোনা ভাইরাস সারা পৃথিবীতে দ্রুত ছরিয়ে পড়েছে, তাই সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের দেশে এখনও সংকটময় পরিস্থিতি না হলেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোনো সমাবেশ বা জনসভা করা যাবে না। প্রয়োজন ছাড়া কেউ কোথাও যাবেন না বা অযথা আড্ডা না দেয়ার পরামর্শ দেন তিনি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২ টায় লালমোহন উপজেলা প্রশাসন অডিটরিয়ামে “সংবাদ সন্মেলন” এ তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান তার নিজ ইউনিয়নে এবং পৌরসভার কাউন্সিলরগন তার নিজ ওয়ার্ডে মাইকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক মাইকিং প্রচার করবে। কেউ যেন আতঙ্কিত না হয় এবং কেউ যেন কোন রকম গুজব ছড়াতে না পারে তা উপজেলা প্রশাসন দেখবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি শাওন বলেন এই পর্যন্ত লালমোহনে ১৬৪ জন বিদেশ ফেরত লোক এসছে তারা বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছে। তাদের কে কেউ যেন বিরক্ত না করে এবং তারা বাইরে যেন ঘুরাঘুরি না করে তা প্রশাসন নজরে রাখবে। লালমোহনে বর্তমানে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হঠাৎ বৃদ্ধি এবং চালের দাম বস্তা প্রতি ৪০০-৫০০ টাকা বৃদ্ধি সম্পর্কে এমপি শাওন বাজার ব্যবসায়ী সমিতির ১১ সদস্যকে বাজার মনিটরিং এবং কোন দ্রব্যমূল্যের দাম যেন না বাড়ে তা দেখতে বলেন এবং উপজেলা নির্বাহী অফিসারকে এ ব্যাপারে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য বলেন। কেউ দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ভূয়া তথ্য প্রচার করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনকে বলেন।

সংবাদ সম্মেলনে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, লালমোহন থানা ইনচার্জ মীর খাইরুল কবীর, লালমোহন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, লালমোহন উপজেলার টিএইচ মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, লালমোহনের ৯ ইউপি চেয়ারম্যানসহ লালমোহনের বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়ার সাংবাদিকবৃন্দ

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।