করোনা ভাইরাস প্রতিরোধে বিভাগীয় কমিশনারের সাথে সচেতনতামূলক ভিডিও কনফারেন্স
মনপুরা ও তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে করোনা ভাইরাস প্রতিরোধে বিভাগীয় কমিশনারের সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সচেতনতামূলক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় তজুমুদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বসে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদর্শন করা হয়েছে।
বিভাগীয় কমিশনার মোঃ ইয়ামিন চৌধুরী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বরিশাল বিভাগের সকল ডিসি, এসপি, সিভিল সার্জন, সকল উপজেলা নির্বাহী অফিসার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, অফিসার ইনচার্জ, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ যুক্ত ছিলেন ছিলেন।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভিডিও কনফারেন্স তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল ইসলাম, মনপুরা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস, মনপুরা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহমুদুর রশিদ, তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ কবির সোহেল, অফিসার ইনচার্জ এস.এম জিয়াউল হক, মনপুরা প্রেসক্লাবের সাবেক সম্পাদক মোঃ ছালাহউদ্দিন ও তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিক সাদী’সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও মসজিদের ঈমা ‘গন উপস্থিত ছিলেন।