সর্বশেষঃ

করোনার প্রভাবে বাংলাদেশে প্রথম লকডাউন যে এলাকা

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাদারীপুরের শিবচর উপজেলার ওষুধ, কাঁচামাল, মুদি দোকান বাদে সব দোকানপাট ও গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। এর মধ্য দিয়ে দেশের কোনো এলাকাকে প্রথমবারের মতো লকডাউন করা হলো।

ইউএনও জানান, এ উপজেলার প্রায় ৫ হাজার মানুষ ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে থাকে। যাদের মধ্যে অনেকেই বাড়িতে ফেরায় এবং তাদের ও তাদের স্বজনদের মধ্য বেশ কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এই উপজেলা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ঘোষণার বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টা থেকে কার্যকর হবে। এ ঘোষণা অনুযায়ী, ওষুধ, কাঁচামাল, মুদি দোকান বাদে সব দোকানপাট ও গণপরিবহন বন্ধ রাখতে বলা হবে। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া সবাই নিজ নিজ আবাসস্থলে থাকতে বলা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, করোনাভাইরাস প্রতিরোধে মাদারীপুর সদর হাসপাতালের নতুন ভবনে ১০০ শয্যা প্রস্তুত করা হয়েছে। এছাড়া সদর হাসপাতালের পুরাতন ভবনের দু’টি কেবিনের চারটি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়া চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’টি করে বেড প্রস্তুত রাখা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।