চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও টিন বিতরণ করেন এমপি শাওন
ভোলার লালমোহনে ১৮ মার্চ বুধবার দুপুরে ধলিগৌরনগর ইউনিয়নের জনতা বাজার এলাকায় অগ্নিকান্ডে তিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) এর এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও টিন বিতরন কালে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক মাকসুদ আলম ছিদ্দিক, লালমোহন উপজেলা নির্বাহি অফিসার হাবিবুল হাসান রুমি, লালমোহন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভোলা জেলা পরিষদের সদস্য মাকসুদ আলম হাওলাদার, ধলীগৌর নগর ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু প্রমুখ।
উল্লেখ্য, গত ১২ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১ঘটিকার সময় জনতা বাজারের দক্ষিণ প্রান্ত থেকে সৃষ্ট আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় ১০টি দোকানসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
এরপর বিকাল ৫টায় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন লালমোহন উপজেলা পরিষদের নব নির্মিত মূল গেইট উদ্বোধন করেন। সন্ধ্যায় ৬টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় যোগদান করেন এবং করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে গনসমাবেশ এরিয়ে স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার জন্য সকলকে অনুরোধ করেন।