সর্বশেষঃ

ন্যাশনাল ব্যাংক লিমিটেড ভোলা শাখার মুজিববর্ষ উদযাপন

বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর নির্দেশনা অনুযায়ী মুজিব বর্ষ উদযাপন করল ন্যাশনাল ব্যাংক লিমিটেড ভোলা শাখা। আগামী এক বছর সমগ্র বাংলাদেশে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হবে ‘মুজিব বর্ষ’। সারা বাংলাদেশ এর মত ন্যাশনাল ব্যাংক লিমিটেড ভোলা শাখা মুজিব শতবর্ষ উদযাপন করছে। বুধবার (১৮ মার্চ) ভোলা সদর রোড কে. জাহান মার্কেটে অবস্থিত ন্যাশনাল ব্যাংক ভোলা শাখার কার্যালয়ের সামনে সকাল ১০ টা থেকে ১০.১০ মিনিট পর্যন্ত ব্যাংকের পরিচালক, নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ মুজিব বর্ষের লোগো সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বঙ্গবন্ধুকে সম্মান প্রদর্শনের জন্য অবস্থান করেন।
অবস্থান কর্মসূচির পরবর্তীতে ন্যাশনাল ব্যাংক ভোলা শাখার ম্যানেজার আমিরুল ইসলাম সেকেন্ড অফিসার জাহাঙ্গীর হোসেন সহ ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠান উদযাপন করেন। একই সময়ে সারা দেশব্যাপী ব্যাংকটির ২০৯টি শাখা এবং ১৪ টি উপশাখায় একযোগে মানববন্ধন এবং কেক কেটে মুজিব শতবর্ষ উদযাপন করা হয়।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।