মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে
নানান আয়োজনে বিয়ে বাজার
হৃদয়ে মুজিব, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বৎসর উপলক্ষে ভোলা জেলার সবচেয় সু-পরিচিত ইভেন্ট ম্যানেজম্যান্ট বিয়ে বাজার নিয়েছে নানাবিধ আয়োজন। তার মধ্যে ফুলেল শুভেচ্ছা, হাত ধোয়া এবং লিফলেট বিতরণ। উদ্দেশ্য মুজিবকে বুকে ধারন করা এবং মহামারি করোনা থেকে মুক্তিতে জনসাধারণকে জন সচেতন করা। বুধবার ১৮ মার্চ দুপুর ১২টার দিকে শহরের সদর রোডে বিয়ে বাজার প্রাঙ্গনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ডরপ এর নাগরিক ও স্কুল ওয়াশ কমিটির সভাপতি জেলার প্রথম সাংবাদিক, ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বিটিভি জেলা প্রতিনিধি এম এ তাহের। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, আজকের ভোলা’র সম্পাদক মুহা: শওকাত হোসেন, যুগান্তর প্রতিনিধি অমিতাভ রায় অপু, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অবিনাস নন্দি, ভোলার বাণীর সম্পাদক মুহা: মাকসুদুর রহমান, সমকণ্ঠ ডটকম এর সম্পাদক আল-আমিন শাহরিয়ার, এইচআরডিএফ’র সম্পাদক মোঃ হোসেন, মাছরাঙ্গা প্রতিনিধি হাসিব রহমান, ইউনানী কলেজের প্রভাষক ডা. মহিউদ্দিন, প্রভাষক কানাই পাল, ভোলা থিয়েটারের সাবেক সম্পাদক তালহা তালুকদার বাধন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিয়ে বাজারের সত্ত্বাধিকারী মোঃ মনিরুল ইসলাম ও এশিয়ান টিভির প্রতিনিধি অনিক আহমেদ।
বক্তারা কিভাবে হাত ধোয়ার মধ্য দিয়ে নিজেকে করোনার প্রভাব থেকে মুক্ত করা যায় সে বিষয়ে জনগনকে সচেতন করেন। এর আগে মুজিব বর্ষের দিন সকালে পুলিশ সুপার এবং অধ্যক্ষ সাফিয়া খাতুন ফুলেল শুভেচ্ছা দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করেন।
এসময় ভোলা প্রেসক্লাবের সম্পাদক অমিতাভ রায় অপু, দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মুহা: মাকসুদুর রহমান,, সমকণ্ঠ ডটকমের সম্পাদক আল-আমিন শাহরিয়ার, দৈনিক ভোলা টাইমস্ এর সম্পাদক মোঃ আলী জিন্নাহ রাজিব, ভোলা জেলা ডায়াগনষ্টিক সমিতির সভাপতি মো জাহিদুল হক শুভ, সাংবাদিক মেজহাব উদ্দিন শিপু, সোলাইমান, হেলাল গোলদার, হাসিব রহমান, কামরুল, রুবেল, ছোটন সাহা, আনোয়ার সুজন, আরিফ হোসেন লিটন, এইচ আর সুমন, ডরপ ভোলা সদর উপজেলার কো-অর্ডিনেটর তরুণ কান্তি দাস। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলো দৈনিক ভোলার বাণী, আজকের ভোলা, বাংলারকণ্ঠ, দক্ষিণ প্রান্ত এবং ভোলা টাইমস্।