চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
দৌলতখানে ডিপিএল টি-টোয়েন্টি লিগে চ্যাম্পিয়ন ”বন্ধন”
জমকালো আয়োজনের মধ্যদিয়ে দৌলতখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষীকি ও ’মুজিববর্ষ” উপলক্ষে ডিপিএল টি-টোয়েন্টি লীগ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে । ১৮ মার্চ সাড়ে ১১টায় দৌলতখান আমিরজান গজনবী ষ্টেডিয়ামে টি-টোয়েন্টি লীগ এর এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । দৌলতখান ক্রীড়া পরিষদের আয়োজনে টি-টোয়েন্টি লীগ এর ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন, দৌলতখান বন্ধন ক্রীড়া পরিষদ ও দৌলতখান পৌরসভা ৭ নন্বর ওয়ার্ড। খেলার শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে দৌলতখান বন্ধন ক্রীড়া পরিষদ ১৪০ রান করেন ।
পরে বিশাল ব্যবধানে দৌলতখান পৌরসভা ৭ নং ওয়ার্ডকে পরাজীত করে চ্যাম্পিয়ন হওয়ায় গৌরভ অর্জন করেন বন্ধন ক্রীড়া পরিষদ । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোলা-২ আসনের সংসদ আলহাজ্ব আলী আজম মুকুল,জেলা ক্রীড়া সংস্থার সভাপতি- উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হামিদুর রহমান টিপু বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান,উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার , উপজেলা আওয়ামীলীগের সাধারষ সম্পদক আনোয়ার হোসের জাহাঙ্গীর ,যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম নবী নবু, গোলাম মোর্শেদ কিরণ তালুকদার ,সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, সৈয়দুর ইউনিয়ন চেয়ারম্যান জি এস ভুট্্রু তালুকদারসহ বিভিন্ন স্থরের নেতা কর্মীরা।