মনপুরায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উৎযাপন
ভোলার মনপুরায় জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, কেক কাটার মধ্য দিয়ে উপজেলা আ’লীগ ও উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উৎযাপন করে। এছাড়াও উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান চিত্রাংকন প্রতিযোগিতা ও স্কুলের সামনে বৃক্ষরোপন কর্মসূচী পালন করে। অপরদিকে সদর হাসপাতালে আলোকসজ্জ্বা সহ রোগিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়, উপজেলা প্রশাসন উপজেলা পরিষদের সামনে, শিক্ষা প্রতিষ্ঠাগুলোর ক্যাম্পাসে এই দিবসটি উৎযাপন করে।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস, ওসি শাখাওয়াত হোসেন, আ’লীগ সহ-সভাপতি একেএম শাহজাহান মিয়া, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, যুগ্ন সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজী, যুগ্ন সম্পাদক বায়জিদ কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেদ মোল্লা, পারভিন আকতার রেবু, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নিজাম উদ্দিন মিয়া, সম্পাদক গিয়াস উদ্দিন আযমসহ অন্যান্যরা।