সর্বশেষঃ

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কলেজে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয়ে শততম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কলেজের হল রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সেলিমের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান ও কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ বশির আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মুনছুর আলম নাগরসহ স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মী, কলেজের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।