বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে ভোলা প্রধান ডাকঘরে আলোচনা সভা ও দোয়া মিলাদ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ভোলা প্রধান ডাকঘরের উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ভোলা ও লালমোহন উপ-বিভাগের পোস্ট অফিস পরিদর্শক মোঃ ইমরান হোসেন এর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন ভোলা প্রধান ডাকঘর এর পোস্ট মাস্টার শ্যামল কান্তি ঘোষ। বিশেষ অতিথি ছিলেন ভোলা প্রেসক্লাবের কোষাধক্ষ মোকাম্মেল হক মিলন, সহকারি পোস্ট মাস্টার শাহাবুদিন সোহেল, ডাক জীবন বীমা পরিদর্শক শামসুল আলম।


ভোলা পোস্ট অফিস হিসাব রক্ষক নাজিম উদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন ভোলা পোস্ট অফিসের কোষাধক্ষ আবদুর রাজ্জাক, সহকারি পরিদর্শক মেইল তৈয়বুর রহমান বাবুল প্রমুখ। বঙ্গবন্ধু জীবন আর্দশ নিয়ে আলোচনা শেষে, বঙ্গবন্ধু সহ তার পরিবারের স¦জনদের এবং স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করেন পোস্টাল অপারেটর মিজানুর রহমান। অনুষ্ঠানে দৈনিক মানকন্ঠ জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন সুজন, ডিজিটাল পোস্ট অফিস পরিচালক আলী আশিক মাহমুদসহ ভোলা পোস্টাল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ও ভোলা প্রধান ডাকঘর বিভাগের কর্মকর্তা ও কর্মচারিরা জেলা প্রশাসক কার্যলয় গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্তপক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।