ভোলার বোরহানউদ্দিনে করোনা ভাইরাস মোকাবেলায় ক্যাম্পেইন
সারাবিশ্ব সহ বাংলাদেশে চলছে করোনা ভাইরাসের আতঙ্ক। এই রোগ থেকে পরিত্রান থেকে পাওয়ার জন্য জনগণকে সচেতন হতে হবে। তাই জনগণকে সচেতন করতে চলছে লিফলেট বিতরণ। তারই ধারাবাহিকতায় গতকাল ১৬মার্চ, ২০২০ কোস্ট ট্রাস্টের উদ্যগে বোরহানউদ্দিন উপজেলায় বড়মানিকা, কতুবা, গংঙ্গাপুর ও সাচড়া ইউনিয়ন পরিষদে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় শীর্ষক লিফলেট বিতরণ করা হয়।
এর আগেও গত ১১মার্চ, ২০২০ কোস্ট ট্রাস্টের পক্ষ হতে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বশিল গাজীকে লোভেল করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় শীর্ষক লিফলেট প্রদানের মাধ্যমে ক্যাম্পেইন কার্যক্রমের সূচনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন দেউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনাব এডভোকেট মোঃ আসাদুজ্জামান বাবুল। এরপর কোস্ট ট্রাস্টের পক্ষ হতে উপজেলা পরিষদ, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, হাসপাতাল, কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ কোস্ট ট্রাস্টের সকল সমিতি পর্যায়ে লিফলেট বিতরন ও আলোচনা করছে। বোরহানউদ্দিন উপজেলায় একমাত্র বেসরকারী উন্নয়ন সং¯’া হিসেবে কোস্ট ট্রাস্ট এর উদ্যগে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা ব”দ্ধির লক্ষে লিফলেট বিতরন ও করনীয় নিয়ে আলোচনার মাধ্যমে জনসচেনতামূলক ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করছে। এ কার্যক্রমের মাধ্যমে কোস্ট ট্রাস্ট একটি বেসরকারি উন্নয়ন সং¯’া হিসেবে জনসচেতনতা ব”দ্ধি করে করোনা ভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।বোরহানউদ্দিন সদরে ক্যাম্পেইন কার্যক্রমে নেত”ত্ব দি”েছ আবদুল মান্নান, শাখা ব্যব¯’াপক, বোরহানউদ্দিন ও রাজিব ঘোষ, প্রোগ্রাম অফিসার, সিএফটিএম। এছাড়া কার্যক্রমে অংশগ্রহন করেছে ক্ষুদ্রঋণ কার্যক্রমের সকল সহকর্মী, জনসংগঠন ও জলবায়ু ফোরাম নেতৃব”ন্দ। লিফলেট বিতরন ও আলোচনার মাধ্যমে জনসচেতনায় ক্যাম্পেইন কার্যক্রম অব্যাহত রয়েছে।