সর্বশেষঃ

মনপুরায় নিষিদ্ধ কারেন্ট জালসহ বেহুন্দি জাল জব্দ

ভোলার মনপুরা মেঘনার অভয়াশ্রমে নিষিদ্ধ বেহুন্দি ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় ১ লাখ মিটার কারেন্ট জাল ও ৩৫ টি বেহুন্দি জাল জব্দ করে কোস্টগার্ড। শনিবার ভোর ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত মেঘনার অভয়াশ্রমের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এই জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জমিরশাহ এলাকার পূর্বপাশের মেঘনার তীরে পুঁড়িয়ে ফেলা হয়।
এই সময় অন্যান্যের সময় উপস্থিত ছিলেন সহকারি মৎস্য কর্মকর্তা ফোরকান আলী ও কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার ওয়ালী উল্লা, ক্ষুদ্র মৎস্য সমিতির সভাপতি নাছির মহাজন। মনপুরা কন্টিজেন্ট কমান্ডার ওয়ালী উল্লা জানান, মেঘনার অভয়াশ্রমে পাতা অবস্থায় নিষিদ্ধ বেহুন্দি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল পুঁড়িয়ে ফেলা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।