সর্বশেষঃ

ভোলায় মদন মোহন মন্দিরে বিশ্ব শান্তি ও মানব কল্যাণে মঙ্গল শোভাযাত্রা

ভোলার কেন্দ্রীয় মদন মোহন মন্দিরে বিশ্ব শান্তি ও মানতার কল্যান কামনায় শুরু হয়েছে ৪০ প্রহরের মহানাম যজ্ঞ। শুক্রবার রাতে আলোচনার পর মঙ্গল শোভা যাত্রা ও মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে মহানাম যজ্ঞের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি রাম কৃষ্ণ বনিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। বিশেষ অতিথি পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম গোলদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, যুগান্তর প্রতিনিধি অমিতাভ অপু, মন্দির কমিটির সম্পাদক বিপ্লব পাল কানাই। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রির্ষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ধ্রুব হাওলাদার।
অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বিনয় কৃষ্ণ দেবনাথ, সাবেক জেলা শিক্ষা অফিসার প্রাণ গোপাল দে, এ্যাডভোকেট রাধেশ্যাম দত্ত, মন্দির কমিটির সাবেক সভাপতি গোপাল সাহা, তানিন শপিং সেন্টারের পরিচালক অসীম সাহা, সহকারী অধ্যাপক রত্নেশ্বর হাওলাদারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে হরিবল গ্রুপের সদস্যরা শান্তির পতাকা বহন করে র‌্যালীতে অংশ নেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।