তজুমদ্দিনে রুগী কল্যাণ সমিতির চিকিৎসা সহায়তা প্রদান

ভোলার তজুমদ্দিনে থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত শিশু রুগীকে চিকিৎসা সহায়তা প্রদান করেছেন উপজেলা সমাজ সেবা দপ্তরের রুগী কল্যাণ সমিতি। গতকাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম ওই শিশু রুগীর হাতে নগদ টাকা তুলে দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ কবির সোহেল জানান, মাদ্রাসা ছাত্র মোঃ হোসেন (১৩) চার বছর বয়সে থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত হয়। প্রতি মাসে শরীরে রক্ত না দিলে অসুস্থ্য হয়ে পড়েন। উপজেলা সমাজ সেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার মোঃ নুরুজ্জামান জানান, উপজেলা রুগী কল্যাণ সমিতি চিকিৎসা সহায়তা বাবৎ মোঃ হোসেনকে প্রতি মাসে ১ হাজার টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page