ভোলায় আইসিডিএস এর উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিডিএস এর উদ্যোগে পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর ও স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সংস্থার নিজস্ব অফিসে আলোচনা সভায় বক্তৃতা করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃ মর্তুজা খালেদ। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার সৈয়দ মুজিবুর রহমান, ফিল্ড অফিসার ফরহাদ হোসেন, মাকসুদুর রহমান, রাকিব হাসান, শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
সভায় সদস্যদের বসতবাড়ি পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেয়া হয়। এছাড়াও করোনাভাইরাস ও ডেঙ্গুজ্বর মোকাবেলায় কমিউনিটিকে সচেতন থাকার আহবান জানানো হয়। সভায় ভোলা সদর উপজেলার বিভিন্ন গ্রামে অর্ধশতাধিক নারী অংশগ্রহণ করেন।