সর্বশেষঃ

মুজিববর্ষ উপলক্ষে ভোলায় বিভাগীয় কাবাডি প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠিত

ভোলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ঊদযাপন উপলক্ষে বরিশাল বিভাগীয় (জোন) পর্যায়ে কাবাডি প্রতিযোগীতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ বুধবার বিকেলে ভোলা বাংলা স্কুল মাঠে কাবাডির নারী ও পুরুষের ফাইনালে মুখোমুখি হয় ভোলা বনাম বরিশাল। নারী ও পুরুষের উভয় ফাইনালে চ্যাম্পিয়ান বরিশাল জেলা ও রানারআপ হয় ভোলা জেলা। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বরিশাল বিভাগীয় ডিআইজি মো: শফিকুল ইসলাম।
ভোলা জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক এর সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মীর মো: শাফিন মাহমুদ, ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: শফিকুল ইসলাম, ভোলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন প্রমুখ। উল্লেখ্য, ১০ মার্চ বরিশাল বিভাগের ৬টি জেলা নিয়ে এ কাবাডি প্রতিযোগীতা শুরু হয়েছিল।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।