সর্বশেষঃ

ভোলায় পুলিশের সহায়তায় হারানো শিশু ফিরে পেল পরিবার

ভোলায় হারিয়ে যাওয়া এক শিশুকে খুঁজে এনে তার পরিবারের সদস্যদের নিকট ফিরিয়ে দিলো পুলিশ।

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ৭নং ওয়ার্ডের চন্দ্রপ্রসাদ গ্রামের আলাউদ্দিন সালমা দম্পতির কন্যা আখি আক্তার (৯) হারিয়ে গেলে ফেসবুকে পোস্ট দেখে সদর থানার ওসি এনায়েত হোসেন এর নির্দেশে আখি আক্তার কে খুঁজে এনে থানার নারী শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য পৃথক সার্ভিস ডেস্কে কর্মরত এসআই সুষমা রাণী বিশ্বাস এর সহায়তায় বুধবার রাতে আখির প্রকৃত অভিভাবক (মামা) মোঃ বিল্লাল হোসেন (৩৬), পিতা-মোঃ বাদশা মিয়া, সাং-নবীপুর, ৯নং ওয়ার্ড, ধনিয়া ইউনিয়ন, এর নিকট হস্তান্তর করা হয়।

ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন বলেন, আমরা ফেসবুকে পোস্ট দেখে আখি কে উদ্ধার করে থানায় এনে হেফাজতে রেখে তার দেওয়া তথ্য অনুযায়ী অভিভাবক ডেকে তাদের কাছে হস্তান্তর করি।

পুলিশের এই মহৎ উদ্যােগকে স্বাগত জানিয়েছেন ভোলার সচেতন সমাজ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।