মুজিবর্বষ উপলক্ষে
ভোলায় বিভাগীয় কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ঊদযাপন উপলক্ষে ভোলায় বরিশাল বিভাগীয় (জোন) পর্যায়ে কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। ১০ মার্চ মঙলবার সকাল সাড়ে ৯টায় ভোলা বাংলা স্কুল মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরী। এসময় ভোলা জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক এর সভাপত্বিতে আরো উপস্থিত ছিলেন গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট র্বোডের পরিচালক ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলমগীর খান আলো, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মীর মো: শাফিন মাহমুদ, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: শফিকুল ইসলাম, ভোলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন প্রমুখ।
উদ্বোধনী খেলায় ভোলা (নারী দল) ও ঝালকাঠি (নারী দল) অংশ গ্রহন করেন এবং পুরুষ দল বরগুনা ও পটুয়াখালী অংশ গ্রহন করেন। এ কাবাডি প্রতিযোগীতা বরিশাল বিভাগের ৬টি জেলা নিয়ে অুনষ্ঠিত হচ্ছে।