সর্বশেষঃ

ভোলার পশ্চিম ইলিশায় সিআরএসএস’র নারী দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নে মঙ্গলবার আলোচনাসহ নানা আয়োজনে উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সাভির্স সোসাইটি (সিআরএসএস) চাইল্ড ফোকাস্ড কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পের আয়োজনে কেএনএইচ এর সহায়তায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। পশ্চিম ইলিশার ৫৩ নং দক্ষিণ মধ্য সদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা ও অনুষ্ঠানে অতিথিদের পাশপাশি এলাকার সুবিধা বঞ্চিত নারীরা অংশ গ্রহণ করে তাদের মতামত ব্যক্ত করেন। এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” সামনে রেখে নারীর ন্যায্য অধিকার আদায় ও সহিংসতার অবসান ঘটানো। অনুষ্ঠানে কর্ম এলাকার শতাধিক নারী অংশগ্রহণ করেন। পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী মিঃ আগষ্টিন বৈরাগী, প্রধান অতিথি উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোসাঃ চামেলী বেগম। বিশেষ অতিথি ইউপি সদস্য মো: আবুল কাশেম হাং, সহকারী শিক্ষক কাজলরেখা দে। সংস্থার সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন প্রজেক্ট অফিসার মো: রাশেদ খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রজেক্ট অফিসার মি: এরবার্ট শোভন বিশ^াশ ও কমিউনিটি ফেসিলিটেটর মিসেস রুবি আক্তার। বক্তরা সমাজে নারী ও মেয়ে সহিংসতার বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয় এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারের উপায় সমুহ তুলে ধরেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।