ভোলার রাজাপুরে মেম্বারের নেতৃত্বে সার্ভেয়ারের উপর হামলা ॥ আহত-৩
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে জমি জরিপের সময় সরকারী দুই সার্ভেয়ার এবং এক সহকারীর উপর হামলা করেছে স্থানীয় ইউপি মেম্বার সালামের নেতৃত্বে একদল দৃর্বত্তরা। সোমবার দুপুরে রাজাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করিয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত সার্ভেয়ার মামুন শেখ, কমল কৃষ্ণ ও তাদের সহকারী বাদল মিয়া বলেন, আমরা সরকারী নির্দেশনা অনুযারী রাজাপুরের মৌজা নির্ধারণ করতে জরিপ করতে গেলে স্থানীয় সালাম মেম্বার নামে এক ব্যক্তির নেতৃত্বে একদল লোক দা, লাঠিসোঁটা নিয়ে হঠাৎ বলেন এখানে জমি মাপতে বলছে কে ? এ কথা বলেই মারধর শুরু করেন এবং আমাদের জরিপের যন্ত্রপাতিসহ সব মালামাল নিয়ে যায়।
ভুমি জরিপের কর্মকর্তা জাকির হোসেন বলেন, আমরা সরকারী অনুমতি নিয়েই কাজ করি। কিন্তু স্থানীয় মেম্বারের নেতৃত্বে আমাদের ৩ জন সহকারীকে পিটিয়ে যখম করেছেন। তবে অভিযুক্ত সালাম মেম্বার বলেন, আমি এর সাথে জড়িত নই।
রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান বলেন আমি শুনেছি ঘটনা সত্য।
ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন বলেন, আমরা শুনেছি আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।