সর্বশেষঃ

ভোলার উত্তর দিঘলদিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে ভোলার উত্তর দিঘলদীতে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় স্থানীয় ঘুইংগারহাট বাজার উত্তর দিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত হোসেন মনসুর, প্যানেল চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, এম,ইউ,পি সদস্য আব্দুল মালেক, ইউনিয়ন আওয়ামি লীগ সেক্রেটারী আঃ মন্নান মাস্টার, সাবেক ইউনিয়ন আওয়ামি লীগ সেক্রেটারী মোঃ নুরনবী মাস্টার, ইউনিয়ন ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ বিপ্লব হাওলাদার, ইউনিয়ন মুক্তিযোদ্বা কমান্ডার মোঃ তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ রুহুল আমিনসহ ইউনিয়ন আওয়ামি লীগের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়নের সফল চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত হোসেন মনসুর। এ সময় তিনি বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় জাতির জনক শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দিয়ে বাংঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য আহবান জানিয়ে ছিলেন। তারই ডাকে সাড়া দিয়ে দেশের সর্বস্তরের মুক্তিকামী মানুষ মুক্তির সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল। তাই আজ আমরা তাকে শ্রব্ধাভরে স্মরণ করছি এবং তাহার বিদ্রোহী আত্মার রুহের মাগফিরাত কামনা করছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।