চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
দৌলতখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ব্যাপক উৎসহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোলার দৌলতখান খায়েরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ৮৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (৭মার্চ) সকালে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা-২(দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। এসময় উপ¯ি’ত ছিলেন, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মন্জুর আলম খাঁন,উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু প্রমূখ। এছাড়াও ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,অভিভাবক ও স্থানীয় সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন,ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ মান্নান। অন্যদিকে ওইদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে সাংসদ আলী আজম মুকুল বিদ্যালয়ের শিক্ষকদের ডিজিটাল হাজিরা উদ্ধোধন করেন।