সর্বশেষঃ

দৌলতখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্যাপক উৎসহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোলার দৌলতখান খায়েরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ৮৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (৭মার্চ) সকালে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা-২(দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। এসময় উপ¯ি’ত ছিলেন, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মন্জুর আলম খাঁন,উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু প্রমূখ। এছাড়াও ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,অভিভাবক ও স্থানীয় সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন,ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ মান্নান। অন্যদিকে ওইদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে সাংসদ আলী আজম মুকুল বিদ্যালয়ের শিক্ষকদের ডিজিটাল হাজিরা উদ্ধোধন করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।