জেলা প্রশাসনের উদ্যোগে ভোলায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯ টায় শুরু হওয়া আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন ভোলার পুলিশ সুপার সরকার মোঃ কায়সার ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মাহামুদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আতাহার মিয়ার সভাপতিত্বে হওয়া আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন তা শুধু বাংলার মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরার শক্তি যোগায়নি বরং আজ সেই ভাষণ বিশ্ব সেরা ভাষণ হিসেবেও স্বীকৃতি পেয়েছে।
এ সম্পর্কে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণই মূলত বাঙ্গালীর স্বাধীনতা অর্জনে প্রধান শক্তি যুগিয়েছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সেই ১৮ মিনিটের ভাষণ শুনলে এখনো যে কারো শরীরের রক্ত টগবগ করে উঠে। ভোলার জীবিত বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বিভিগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র দাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার, ভোলা সরকারি কলেজের সহকারি অধ্যাপক ফিরোজ সরকারসহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ। ঐতিহাসিক এ দিনটির আলোচনা সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ ভোলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।