৭ই মার্চকে জাতীয় দিবস ঘোষণার দাবিতে লালমোহনে গণর‌্যালী

ভোলার লালমোহনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনের দিনটিকে জাতীয় দিবস ঘোষণার দাবিতে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের পক্ষে গণর‌্যালী বের করা হয়েছে।
শুক্রবার বিকালে লালমোহন পৌর যুবলীগের আয়োজনে র‌্যালীটি বের হয়ে লালমোহন পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় র‌্যালীতে অংশগ্রহণ করেন লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম হাওলাদার, পৌর যুবলীগের সভাপতি মো. ফরহাদ হোসেন মেহের, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামসহ পৌর যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।ছবি-৫।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।