ভোলায় বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের মানববন্ধন ও প্রতিবাদ সভা

গতকাল বুধবার বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সদস্য ও কুড়িগ্রাম জেলা জজ আদালতের সেরেস্তাদার মো. ইউনুছ আলী খন্দকারের উপর অমানুষিক পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ভোলা জেলা বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন। বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে ভোলা দায়রা ও জজ আদালতের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে ভোলা জেলা দায়রা ও জজ আদালতের সকল কর্মচারী উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন, ভোলা জেলা সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার মীর ইকবাল, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম ও মো. আমজাদ হোসেন প্রমূখ।
প্রতবাদ সভায় বক্তারা মো. ইউনুছ আলী খন্দকারের উপর পরিকল্পিত পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গত২১/২/২০ তারিখে রাতে কুড়িগ্রাম জেলা জজ আদালতের সেরেস্তোদার মো. ইউনুছ আলী খন্দকারকে কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজুর রহমান, ওসি তদন্ত রাজু আহমেদের নেতৃত্বে এসআই রমজান ও কাইয়ুম হত্যার উদ্দেশ্যে নিজ বাসা থেকে ডেকে নিয়ে অমানবিক নির্যাতন করে। কিছু উগ্রবাদী পুলিশ সদস্য বিচার বিভাগের সাথে পুলিশের দীর্ঘ দিনের সুসম্পর্ক নষ্ট করতে এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করেন। উক্ত ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযুক্ত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে।
এ ঘটনার উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত তাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান বক্তারা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page