সর্বশেষঃ

ভোলার ইলিশায় সহপাঠীর উপর হামলাকারী বাকি আসামীদের গ্রেফতার এর দাবীতে উত্তাল ইলিশা

ভোলার ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র আলামিনের উপর হামলাকারী বাকি আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১২ টায় ভোলা সড়কের ইলিশা বাজারে এই মানববন্ধন করেন।
পরে পুলিশ এসে বাকি আসামীদের গ্রেফতারের আশ্বাস দিলে তারা ক্লাসে ফিরে যান।
আলামিনের উপর হামলাকারী বাকি আসামীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না হলে আরো কঠোর কর্মসূচী দিবেন বলে জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা।
তারা জানান, পুলিশ ঘটনার সাথে জড়িত রাজিব কে গ্রেফতার করেছেন এখনো ও তার সহযোগীরা ধরাছোঁয়ার বাহিরে রয়েছেন।
আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না হলে আমরা আরো কঠোর কর্মসূচি দিবো, প্রয়োজনে ভোলা লক্ষ্মীপুর সড়ক অচল করে দিবো।
উল্লেখ্য গতকাল শোমবার সকালে ইউসি স্কুলে এসে রাজিবসহ তার বন্ধুরা ৯ম শ্রেণীর এক ছাত্রের উপর হামলা করে বর্তমানে ঐ শিক্ষার্থী ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় কাল রাতেই ঐ স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন যাহার নং-৫।
পুলিশ অভিযান চালিয়ে রাজিব কে কাল রাতেই গ্রেফতার করেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page