ছাত্রলীগের দুই নেতা-কর্মী হত্যা ঘটনার প্রতিবাদে ভোলায় ছাত্রলীগের বিক্ষোভ
নোয়াখালী ও খুলনায় ছাত্রলীগের দুই নেতা-কর্মী হত্যার ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ভোলা জেলা ছাত্রলীগ। ৩ মার্চ মঙ্গলবার বিকেলে ভোলা জেলা আওয়ামী লীগের কার্যালয় সামনে থেকে জেলা ছাত্রলীগের একাংশ মাসরুর নিলয় এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এসে এক সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে ভোলা জেলা ছাত্রলীগ নেতা মাসরুর নিলয় বলেন, বাংলাদেশের ভূখন্ডকে জামাত-শিবির-রাজাকাররা আবারো রক্তে রঞ্জিত করার পায়তারা করছে। জননেত্রী শেখ হাসিনার সরকার যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে তখনি সে একাত্তরের পরাজিত শক্তিরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের কুপিয়ে জখম করেছে, নিহত করেছে। শুধু নোয়খালীর কিংবা খুলনার ঘটনা নয় আমাদেরও অনেক নেতাকর্মীকে তারা হাত-পায়ের রগ কেটে দিয়েছে, পঙ্গুত্ব বরণ করে তারা জীবন-মরণের সাথে পাঞ্জা লড়ছে। বিক্ষোভ সমাবেশে ভোলা জেলার ভিন্ন ইউনিট এর ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত সোমবার নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের উপর ছাত্রশিবিরের সংঘর্ষে গুরুতর আহতদেরকে হাসপাতালে নেওয়ার পথে ছাত্রলীগকর্মী রাকিবুল ইসলাম মৃত্যুবরণ করেন। একইদিন খুলনায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাদিউজ্জামান রাসেল নামে একজনের মৃত্যু হয়েছে।