লালমোহনে জাতীয় ভোটার দিবস পালিত
ভোটার হয়ে ভোট দিব দেশ গড়ায় অংশ নিব এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ভোলার লালমোহনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় লালমোহন উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক বনার্ঢ্য র্যালী বের করা হয়।
র্যালী নেতৃত্ব দেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসন রুমি, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আমীর খসরু গাজী, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী প্রমূখ। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।