বৈরী আবহাওয়ার কারণে ভোলার বেতুয়া-মনপুরাসহ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
ভোলায় সময়ের আলো পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে সত্য প্রকাশে আপোষহীন এই স্লোগানে ভোলায় দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
২রা মার্চ বেলা ১২ টায় ভোলা প্রেসক্লাবের সভা কক্ষে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
আরটিভি’র জেলা প্রতিনিধি অমিতাভ রায় অপু’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সময়ের আলোর জেলা প্রতিনিধি মোঃ নুরে আলম।
প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বাংলার কন্ঠ’র সম্পাদক এম হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সহ সভাপতি ওমর ফারুক, বর্তমান কোষাধ্যক্ষ মোকাম্মেল হক মিলন।
আরো বক্তব্য রাখেন, বাসস এর স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না, জনকণ্ঠ ও মাছরাঙ্গা টিভির প্রতিনিধি হামিদুর রহমান হাসিব, একাত্তর টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, যায়যায়দিনের জেলা প্রতিনিধি নুরে আলম ফয়েজ, একুশে টিভির প্রতিনিধি মেজবা উদ্দিন শিপু, কালের কন্ঠের প্রতিনিধি রাশেদ হোসেন রুবেল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিটিভি এর ভোলা প্রতিনিধি এম এ তাহের, ভোলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সামস উল আলম মিঠু, সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন সুলতান, ভোরের কাগজ এর জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ, ভোলা জার্নালিস্ট ফোরাম এর সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন, এশিয়ান টিভির প্রতিনিধি অনিক আহমেদসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।