দিল্লীতে মুসলমানদের উপর হামলা ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ
ভারতের দিল্লীতে মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদীদের হমলা ও নৃশংসভাবে হত্যা এবং মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ভোলা শহরের হাটখোলা মসজিদের সামনে মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে দলমত নির্বিশেষে সর্বস্থরের মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মুসলিম ঐক্য পরিষদের নেতা আলহাজ্ব মাওলানা তাজ উদ্দিন ফারুকী, আলহাজ্ব মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান, মাওলানা আতাউর রহমান, মাওলানা তরিকুল ইসলাম।
বক্তারা বলেন, বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান সবাই আমরা এক সাথে বসবাস করি কোন সমস্যা হয়না আর ভারতের উগ্রহিন্দুত্ববাদীরা আমাদের মুসলমানের উপর নির্যাতন করে, মসজিদে হামলা অগ্নিসংযোগ দেয় আর সেই মুসলমানদের রক্তপিপাসু নরেন্দ্র মোদী মুজিববর্ষে বাংলাদেশে আসবে এটা এই দেশের মুসলমানরা মেনে নিবে না।
বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন মুসলমানের রক্ত আমরা বৃথা যেতে দিবো না ইনশাআল্লাহ।
এবং আগামী শুক্রবার বাদ জুমা নামাজ শেষে স্মরণকালের বিক্ষোভ মিছিলের ঘোষনা দিয়েছেন আজকের বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা।