চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর মোহাম্মদ উল্যাহ স্বপন
লালমোহনে জাতীয় বীমা দিবস পালিত
বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি এ শ্লোগানে ভোলার লালমোহনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। ১ মার্চ শনিবার সকালে ১ম জাতীয় বীমা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে অংশগ্রহণ করেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার সহ লালমোহন উপজেলায় কর্মরত বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা ও গ্রাহকবৃন্ধ।
র্যালীটি লালমোহন পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার প্রমূখ।