তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে যুবসমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
দৌলতখানে নিষেধাজ্ঞার প্রথম দিনে ৮জেলেসহ অবৈধ জাল জব্দ

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার প্রথম দিনে দৌলতখান উপজেলার মৎস বিভাগ,স্থানীয় প্রশাসন, ও পুলিশের সহায়তায় মেঘনায় অভিযান চালিয়ে ,৩০ হাজার মিটার কারেন্ট জাল ২ হাজার মিটার সুতার জাল ও দুইটি বেড়জাল ৫ টি নৌকাসহ ৮ জেলেকে আটক করা হয়েছে।
আজ রোববার উপজেলা মৎস্য কর্মকর্তা দিনভর মেঘনার হাজিপুর -ভবানিপুরে ১৭ কিলোমিটার এলাকায় অভিযান পরিচালনা করে এসব জাল নৌকা জব্দসহ ৮ জেলেকে আটক করেন ।
এ ব্যাপারে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান,পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহায়তায় দিনভর মেঘনায় অভিযান চালিয়ে দু’টি বেড়জাল ও ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ২ হাজার মিটার সুতার জালসহ ৫ টি নৌকা ও ৮ জেলেকে আটক করা হয় । যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা । তিনি জানান নৌকা গুলো আটক রাখা হয়েছে, অবৈধ জালগুলো মেঘনার পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে । জেলেদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হবেও বলে জানান তিনি।