তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
দৌলতখানে নিষেধাজ্ঞার প্রথম দিনে ৮জেলেসহ অবৈধ জাল জব্দ
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার প্রথম দিনে দৌলতখান উপজেলার মৎস বিভাগ,স্থানীয় প্রশাসন, ও পুলিশের সহায়তায় মেঘনায় অভিযান চালিয়ে ,৩০ হাজার মিটার কারেন্ট জাল ২ হাজার মিটার সুতার জাল ও দুইটি বেড়জাল ৫ টি নৌকাসহ ৮ জেলেকে আটক করা হয়েছে।
আজ রোববার উপজেলা মৎস্য কর্মকর্তা দিনভর মেঘনার হাজিপুর -ভবানিপুরে ১৭ কিলোমিটার এলাকায় অভিযান পরিচালনা করে এসব জাল নৌকা জব্দসহ ৮ জেলেকে আটক করেন ।
এ ব্যাপারে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান,পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহায়তায় দিনভর মেঘনায় অভিযান চালিয়ে দু’টি বেড়জাল ও ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ২ হাজার মিটার সুতার জালসহ ৫ টি নৌকা ও ৮ জেলেকে আটক করা হয় । যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা । তিনি জানান নৌকা গুলো আটক রাখা হয়েছে, অবৈধ জালগুলো মেঘনার পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে । জেলেদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হবেও বলে জানান তিনি।