স্বপ্ন পুরণের আগেই না ফেরার দেশে নুরনবী ॥ পরিবারে শোকের মাতম
ভোলা জেলার সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা মালের হাট সংলগ্ন সেকান্দার হাওলাদের ছেলে জোষ্ঠ পুত্র নূরনবী। নূরনবী ২০১১ সালে বাঘার হাওলা মাধ্যমিক বিদ্যালয় (বর্তমান নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে) থেকে এসএসসি পরীক্ষা সম্পন্ন করে। এরপর নাজিউর রহমান ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা অবস্থায় ছিলেন।
গত প্রায় একবছর আগে তার শরীরে দানা বাধে ভয়ংকর রোগ লিভার সিরোসিস। এরপরই লিভার সিরোসিস পরিনত হয় ভয়ানক ক্যান্সারে। এত ব্যয়বহুল চিকিৎসার খরচ মধ্যবিত্ত পরিবারের সামর্থ্যরে বাহিরে ছিল। তারপর পরিবারটি সর্বোচ্চ চেষ্টা করছিল। দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর শুক্রবার রাত ৩ টার সময় নিজবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।নুরনবীর ঘনিষ্ঠ বন্ধু নজরুল ইসলাম বলেন, নুরনবী অত্যন্ত মেধাবী ও ভদ্র ছিলেন। তার স্বপ্ন ছিলো পড়াশোনা করে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে। কিন্তু স্বপ্ন পুরণের আগেই না ফেরার দেশে চলে গেলেন নুরনবী। তার এই অকাল মৃত্যুতে আমরা ২০১১ ব্যাচের বন্ধুরা শোকাহত।