সর্বশেষঃ

ভোলায় পল্লী বিদ্যুৎ সমিতির ২২তম সদস্য সম্মেলন

ভোলার বাংলাবাজারে বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্য দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ২২তম সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি মোঃ সায়েদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, পল্লী বিদ্যুৎ বিভাগের জিএম আবুল বাশার আজাদ, পরিচালক ও সচিব মোঃ হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম লাভু, নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, পরিচালক রেহানা ফেরদৌস, পরিচালক মাকসুদুর রহমান প্রমুখ। এ সময় জেলা ব্যাপী শতভাগ বিদ্যুতায়নের কাজ চলছে বলে জানান বক্তরা। জেলার ১৯টি বিচ্ছিন্ন চরে মেরিন ক্যাবলের মাধ্যমে জনগণকে বিদ্যুৎ সুবিধা দেয়ার কাজ শুরু হয়েছে বলেও জানান জিএম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page