শারজাহ’তে আবারও ভারত-পাকিস্তান লড়াই

সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আবারও মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত আর পাকিস্তান। হ্যাঁ, সেই স্টেডিয়ামে, যেটিতে অগণিত ক্লাসিক ম্যাচ উপভোগ করেছেন দর্শকরা।

এতটুকু শুনে নিশ্চয়ই বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ, বাবর আজম, মোহাম্মদ আমিরদের লড়াইয়ের একটি চিত্র মনে মনে এঁকে ফেলেছেন ক্রীড়াপ্রেমীরা। তবে এবার আর ক্রিকেট নয়। শারজাহতে ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে ঠিকই, তবে সেটা টেনিসে।আগামী ১১ মার্চ শারজাহ স্টেডিয়ামে ১০পিএল-বিশ্বকাপ টেনিস টুর্নামেন্টে একে অপরকে মোকাবেলা করবে ভারত ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৮.৩০ মিনিটে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৮-১৩ মার্চ চলবে এই টুর্নামেন্টটির তৃতীয় আসর। টুর্নামেন্টের খেলোয়াড়দের উৎসাহ দিতে ফাইনালের দিন উপস্থিত থাকবেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page