বৃত্তি পেয়েছে তানহা
ভোলা সদর আদর্শ একাডেমী কিন্ডার গার্টেন স্কুল থেকে ২০১৯ শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় খাদিজা আক্তার তান্হা সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। তাহার রোল নং-৭২০৮। তার পিতা মোঃ জাহাঙ্গীর হোসেন ভূমি উপসহকারী কর্মকর্তা ভোলা সদর, ভোলা। মাতাঃ সুফিয়া আক্তার। তান্হা ভবিষ্যতে ডাক্তার হইতে ইচ্ছুক। সে সকলের দোয়া প্রার্থী।