ভোলায় বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ান চর ইলিশা আদর্শ স্কুল

টানটান উত্তেজনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ধনিয়া ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয়কে ১৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ান হয় চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। মঙ্গলবার সকালে ভোলা গজনবী স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামন্টের ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় দল। খেলার শুরুতেই তোপের মুখে পরে তারা। ধনিয়া ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বোলার ফয়সালের তোপের মুখে ২৯.৫ ওভার খেলে সব কয়টি উইকেট হারিয়ে ১১৬ রান করে দলটি। ফয়সাল একাই ৬টি উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে ৩৮.১ ওভারে সব উইকেট হারিয়ে ১০০ রান করে ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয় দল। ১৬ রানে বিজয়ি হয় চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।


খেলা শেষে বিজয়ি দলের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম গোলদার। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন, অতিরিক্ত সাধারন সম্পাদক মুনতাসির আলম চৌধুরি রবিন, যুগ্ম সম্পাদক রাজিব চৌধুরি, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম বাবু, সুমন খান, আরিফুল ইসলাম, টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন পলাশ, চরনোয়াবাদ মুসলিম স্কুলের সহকারী শিক্ষক আনোয়ার পারভেজ প্রমুখ। ফাইনাল ম্যাচ আম্পিয়ারিং করেন মো: মাইনুদ্দিন ও আফনান গোলদার প্রিন্স।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর আয়োজনে এবং ভোলা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গত ১২ ফেব্রুয়ারি এই স্কুল ভিত্তিক বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। ভোলা চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ধনিয়া ইলিয়াস মিয়া মাধ্যমিক, ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়, চরনোয়াবাদ মুসলিম স্কুল, টগবি মাধ্যমিক বিদ্যালয়, বাপ্তা নাসরিন স্কুল, চরসামাইয়া মাধ্যমিক বিদ্যালয়, ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয় মোট ৮টি স্কুল টুনামেন্টে অংশ গ্রহন করে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page