ভোলায় কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত

মাঠ প্রশাসনে কর্মরত কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে ভোলায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সদস্যরা পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) ভোলা জেলা শাখার আয়োজনে পূর্ব ঘোষিত এ কর্মসূচি পালন করা হয়। ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীরা অফিস চত্বরে পূর্ণ দিবস ( সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ) কর্মবিরতি ও অবস্থান পালন শুরু করে। এ সময় তারা জেলা প্রশাসক অফিস চত্বরে বিক্ষোভও করেন। এতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ভোলা জেলা শাখার সভাপতি আঃ মান্নান, সাধারণ সম্পাদক মোঃ নাঈমুল হাসান, সদস্য গৌতম কুমার সিংহ, কামরুল আহসান, মোঃ আজিজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি কর্মচারিরা উপস্থিত ছিলেন।
কর্মবিরতি পালনকালে বক্তারা বলেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি কেন্দ্রিয় কমিটির ঘোষণা অনুযায়ী মাঠ প্রশাসনে জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কর্মচারীগণের পদ পরিবর্তন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে ।
এ দাবি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন হওয়া সত্বেও এখনও বাস্তবায়ন না হওয়ায় এ সংগঠনের কেন্দ্র কমিটি কর্তৃক ঘোষিত সারা দেশব্যাপী এই কর্মসূচির পালন করা হচ্ছে। তারই অংশ হিসাবে ভোলা জেলা শাখা এ কর্মসূচি পালন করা হয়।
নেতৃন্দরা জানান, এই কর্মসূচি ২৫,২৬ ও ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। এতেও দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন বক্তারা।