বোরহানউদ্দিনে বি.কে.এম মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ভোলা বোরহানউদ্দিন বড়মানিকা বি.কে.এম মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। সোমবার বি.কে এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ম্যানেজিং কমিটির দাতা সদস্য মো: শাজাহান হাওলাদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আয়শা ছিদ্দিকা।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: বশির আহম্মেদ, ম্যানেজিং কমিটির সদস্য বশির সর্দার, আবুল কালাম, বাবুল পন্ডিত, হোসেন হাওলাদারসহ অভিভাবকবৃন্দ উপস্থিত শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী শিক্ষক মো: হান্নান। ২০টি আইটিমে ক্রীড়া অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।