বৈরী আবহাওয়ার কারণে ভোলার বেতুয়া-মনপুরাসহ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
স্টুডেন্ট কমিউনিটি সভা অতিরিক্ত পুলিশ সুপার
অপরাদ দমন করাই হলো পুলিশের কাজ
ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মীর সাফিন মাহমুদ বলেন, পুলিশের কাজেই হলো অপরাদ দমন করা। আমরা চাইনা কেউ বিপদগামী হোক। তাই বিপদগামী হওয়ার আগেই পুলিশ তাকে নিবৃত্ত করার চেষ্টা করে। ভোলা জেলাকে সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটেজিং ও মাদকমুক্ত করাই হলো আমাদের লক্ষ।
তিনি আরো বলেন, শিক্ষা, চাকুরীসহ সকল ক্ষেত্রেই আজকে আমাদের সমাজে মেয়েরা অনেক এগিয়ে যাচ্ছে। তোমরা যাতে নিবিঘেœ কলেজে আসা যাওয়া করতে পারো আমি সেই ব্যবস্থা করবো। মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় তজুমদ্দিন শম্ভুপুর শাহে আলম মডেল কলেজে বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের উপর স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মুঈনুদ্দীন হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষানুবিশ সহকারি পুলিশ সুপার মোঃ ওমর আলী, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ এম এম জিয়াউল হক। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের প্রভাষক মোঃ সাদিদ, শিক্ষার্থী পূজা রানী দাস, রিপা আক্তার, লাবনী, নূরে আলম, রাহাত প্রমুখ।