ভোলা সদর থানায় সার্ভিস ডেস্কের উদ্বোধন
“মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা সদর মডেল থানায় নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধিদের জন্য পৃথক সার্ভিস ডেস্কের উদ্বোধন করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারী সোমবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সার্ভিস ডেস্কের উদ্বোধন করেন।
এসময় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনায়েত হোসেন এর সভাপত্বিতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসিন খান, এস আই মোঃ ইমাম, এস আই এম কাজল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য ও পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
এসময় পুলিশ সুপার বলেন মুজিববর্ষের আমাদের একটাই অঙ্গিকার, পুলিশ হবে জনতার। জনগন যাতে খুব সহজে পুলিশি সেবা পায় সে ল্েযই আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য থাকবে পুলিশের সেবা জনগনের দোরগোরায় পৌছে দেয়ার। যাতে করে জনগন বুঝতে পারে পুলিশ জনগনের বন্ধু। আর আমাদের এ সার্ভিস ডেস্কটি খোলার মুল কারন হলো জনগন যাতে হয়রানি শিকার না হয়। এখানে আসলে জনগন খুব সহজেই বিনামূল্যে পুলিশি সেবা পাবেন।ছবি-৭।