ফলোআপ

ভোলার পশ্চিম ইলিশায় ব্যবসায়ী কে মারধরের ঘটনায় গ্রেফতার হয়নি আসামীরা।। বাদী কে মামলা তুলে নেওয়ার হুমকি

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা সদুর চর গ্রামে চাদাঁ না দেওয়ায় এক ব্যবসায়ী কে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা।

গত ১৮ ই ফেব্রুয়ারি সকালে পশ্চিম ইলিশা বদ্দার বাড়ীর দরজায় এই ঘটনা ঘটে।
এই ঘটনায় ব্যবসায়ী জসিম উদ্দিনের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে ভোলা সদর থানায় ৬জন কে আসামী করে একটি মামলা দায়ের করেন যাহার নং -৪৬।
আহত জসিম উদ্দিন বলেন, আমাকে জুলহাস ও আসাদের নেতৃত্বে ওরা পিটিয়ে অজ্ঞান করে রেখে যায় আমার দুইদিন পর জ্ঞান ফিরে হাসপাতালে । আমার স্ত্রী এই ঘটনায় সন্ত্রাসী জুলহাস ও আসাদসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন কিন্তু এখনো কোন আসামী গ্রেফতার হয়নি। এদিকে আসামীরা আমাদের হুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। আসামী জুলহাস বাহিনীর ভয়ে পশ্চিম ইলিশা ৯নং ওয়ার্ডের সদুর গ্রামের মানুষ ভয়ে আতঙ্কিত থাকে। তাদের অত্যাচারে কেউ মুখ খোলার সাহস পাচ্ছেনা। এই এলাকায় কোন বিয়েসাদী হলেও তাদের চাদাঁ দিতে হবে। জুলহাসরা যা ইচ্ছে তা করেন।
মামলা তুলে না নিলে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করবে বলে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে আসামীরা।
মামলার তদন্তকারী কর্মকতা ভোলার সদর থানার এসআই কাজুল ইসলাম কে ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।