দৌলতখানে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

সারা দেশের ন্যায় ভোলার দৌলতখানে উপজেলায় ১০৬টি প্রাথমিক বিদ্যালয়ে চলছে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। শনিবার ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। সকালে পশ্চিম রাম রতন সরকারি প্রাথমকি বিদ্যালয়ে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দি”েছ। নির্বাচনে শিক্ষর্থীদের মধ্যে থেকেই দায়িত্ব পালন করছেন প্রিজাইডিং ও পুলিং অফিসারের । বিদ্যালয় থেকে এ নির্বাচনে অত্র বিদ্যালয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণী থেকে প্রতিদ্বন্দিতা করছেন ১৭ জন প্রার্থী । তাদের সবার ভিতরেই বিরাজ করছে সৈহার্দ্য পূর্ণ সম্পর্ক । এর মধ্যে সাত জন প্রার্থী নির্বাচিত হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভিতর বন্টন করা হবে বিভিন্ন দায়িত্ব।নির্বাচন সম্পর্কে উপজেলা শিক্ষা অফিসার মোঃ হোসেন জানান, এ নির্বাচনের মাধ্যমে ছাত্র ছাত্রীদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব ফিরে আসবে। নেতৃত্বের গুণা বলি সৃষ্টি হবে এব্ং শিক্ষর্থীরা তাদের দায়িত্ব বোধ সম্পর্কে সচেতন হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।