ভোলায় স্টুডেন্ট কমিউিনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি, মাদক, দূর্নীতি, বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক ও সাইবার ক্রাইমসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ভোলায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে ভোলা সদর মডেল থানার আয়োজনে পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মডেল থানার (ওসি অপারেশন) রিপন সাহা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মো. মনিরুল ইসলাম, মো. আলমগীর, মো. মোজাম্মেল হোসেন জমাদার, স্বপন কুমার, তপন চন্দ্র দাস প্রমূখ। সভায় প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দূর্নীতির, সাইবার ক্রাইমসহ সকল অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছে তাদেরও এসকল ব্যাপারে সচেতন হতে হবে। কোনো ছাত্রী যদি স্কুলে আসা-যাওয়ার সময় কোনো বখাটে দ্বারা ইভটিজিং বা হয়রাণির শিকার হলে সাথে সাথে পুলিশকে অবহিত করতে হবে। শুধু তাই নয় সকল অপরাধের ব্যাপারে জাতীয় হেল্প লাইন ৯৯৯ ফোন করলে তাৎক্ষনিক পুলিশ ব্যবস্থা গ্রহন করবে। শিক্ষা জীবন থেকেই সকলকে অপরাধ থেকে দূরে থাকতে হবে। তাহলেই দেশ থেকে আস্তে আস্তে অপরাধ কমে আসবে।