সর্বশেষঃ

ভোলায় সপ্তাহব্যাপী অমর একুশে বইমেলা শুরু

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোলায় সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ওবায়দুল হক মহাবিদ্যালয় মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এবারের অমর একুশে বইমেলা ২০২০ উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসি)  আতাহার মিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাফিয়া খাতুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন আল ফারুক, আর টিভি প্রতিনিধি অমিতাভ রায় অপু প্রমুখ।

এবারের অমর একুশে বই মেলায় ১৬ টি স্টল স্থান পেয়েছে। উদ্বোধনী দিনে বইপ্রেমী পাঠকদের সমাগম ছিল চোখে পড়ার মতো। কেউ ঘুরতে কেউ দেখতে আবার কেউ কেউ পছন্দের বইটি কিনতে এসেছেন মেলা প্রাঙ্গণে। এছাড়াও মেলার মঞ্চে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।