দৌলতখানে ভাষাশহীদদের প্রতি জাতীয় সাংবাদিক সংস্থার বিনম্র শ্রদ্ধা
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে দৌলতখান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সাংবাদিক সংস্থা দৌলতখান।
শুক্রবার দিবাগত রাতে জাতীয় সাংবাদিক সংস্থার দৌলতখান শাখা’র সভাপতি মোঃ গজনবী ও সাধারন সম্পাদক জাকির আলম এর নেতৃত্বে সংগঠনের সদস্যরা এ শ্রদ্ধা জানান।
এসময় দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান’ জাতীয় সাংবাদিক সংস্থার দৌলতখান শাখা’র কার্যকরী সদস্য আব্দুল মান্নান, যুগ্ন সম্পাদক আব্দুর রব, যুগ্ন সহ সম্পাদক মোঃ মামুন ‘রোমানুল ইসলাম সোহেব, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মামুন, মোঃ আকবর সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে প্রথমে দৌলতখান উপজেলা প্রশাসন সহ দৌলতখান মুক্তিযুদ্ধা সংসদ কমান্ড পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন দৌলতখান আওয়ামীলীগ এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
এসময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে।
তবে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান, একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করেছেন