সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়লো বিএসএফ সদস্যরা

টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন

বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে ঢুকে পড়লেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চার সদস্য। চোরাকারবারীকে ধাওয়া করতে করতে তারা বাংলাদেশে ঢুকে পড়লে বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর (বাল্লক) সীমান্ত এলাকায়।

স্থানীয় বিজিবি ক্যাম্পের ইনচার্জ মো. সামছুল হক জানান, ভারতীয় এক চোরাকারবারীকে আটকের জন্য ধাওয়া করে বিএসএফ সদস্যরা। ওই চোরাকারবারী বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়লে তার পেছন পেছন বিএসএফ সদস্যরাও অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ২০০ গজ ভেতরে চলে আসে।

বিষয়টি টের পেয়ে টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে ওই চার বিএসএফ সদস্যকে ফিরিয়ে দেওয়া হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।